তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘গণদেবতা’ , আজও সমান ভাবে প্রাসঙ্গিক। এবার ওয়েব সিরিজে তারাশঙ্করের গণদেবতা ফুটিয়ে তুলতে চলছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ব্রিটিশ রাজে বিপর্যস্ত বাংলা , সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরা হয়েছিল উপন্যাসে। মুখ্য চরিত্রে থাকতে পারেন অপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পঞ্চগ্রাম’ এবং ‘গণদেবতা’ এই দুই উপন্যাসকে কেন্দ্র করেই এগোবে সিরিজের গল্প।
Byomkesh O Durgo Rahasya Teaser: ‘আমি নেতাও নই অভিনেতাও নই…’ ব্যোমকেশের চরিত্রে দুর্দান্ত দেব
এর আগে পরিচালক তরুণ মজুমদার এই উপন্যাসের আধারেই ছবি করেন। তাঁর ছবি থেকেই মূলত অনুপ্রেরণা পেয়েছেন। সৌমিত্রের জায়গায় ভাবা হয়েছে চঞ্চল চৌধুরীকে। দুর্গার চরিত্রে দেখা যেতে পারে অরুনিমা ঘোষকে। শ্যুটিং শুরু হবে অক্টোবর থেকেই।