সইসাবুদে বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল ম্যারজের এখনও দিন কয়েক বাকি। এর মধ্যেই শহর দূরে ঘুরতে গেলেন নবদম্পতি। দু'জনের একসঙ্গে কোনও ছবি সামনে আসেনি বটে। কিন্তু বৃষ্টিস্নাত শ্রীময়ীর ছবি যে কাঞ্চনই তুলে দিয়েছেন সে কথা নিজেই জানিয়েছেন শ্রীময়ী।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় সবুজ পোশাক পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। সেখানে বেশ রিল্যাক্সিং মুডেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। যদিও কোথায় ঘুরতে গিয়েছেন তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন - বিয়ে তো নয়, যেন রূপকথা! কেমন সারপ্রাইজ দিয়েছিলেন কাঞ্চন, জানালেন শ্রীময়ী
তবে, এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ছবি সৌজন্য: মিস্টার মল্লিক। আর লোকেশনে লেখা, শহর থেকে অনেক দূরে। যা স্বাভাবিক ভাবেই বুঝিয়েই দিচ্ছে বিধায়ক অভিনেতা কাঞ্চনের সঙ্গেই দূরে কোথাও সময় কাটাচ্ছেন শ্রীময়ী চট্টরাজ।