বিয়ের পর সেভাবে দূরে কোথাও যাওয়া হয়নি জুটির| কথায় আছে সবুরে মেওয়া ফলে| তাই হল শ্রীময়ীর| বহু প্রতীক্ষিত হানিমুন সারতে কাঞ্চন শ্রীময়ী উড়ে গেলেন মলদ্বীপ| মলদ্বীপে শ্রীময়ীর জন্য সারপ্রাইজও প্ল্যান করে রেখেছিলেন কাঞ্চন| ওয়াটার ভিলার একটি হোটেলে, খাট জুড়ে গোলাপ দিয়ে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে শ্রীময়ী’, ছিল কেকও |
Mitin Masi: অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হয়েছিলেন কোয়েল, অবশেষে শুটিং শেষ হল 'মিতিন মাসি'র
সেই ঘরের ছবি শেয়ার করে নেন শ্রীময়ী| বিমানে উড়ানের আগেই কাঞ্চন শ্রীময়ী ছবি শেয়ার করেছিলেন, কিন্তু কোথায় যাচ্ছেন তা খোলাসা করেননি| অবশেষে তাঁদের ছবি ভিডিয়ো দেখে স্পষ্ট হল জুটিতে গিয়েছেন সাগর তীরে| ইতিমধ্যেই স্যুইম স্যুট পরে ছবি শেয়ার করেছেন শ্রীময়ী| কাঞ্চনের সঙ্গেও শেয়ার করেছেন ছবি|