মিরাকেল হয়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের একটিমাত্র পোস্টে, মরুদ্যান আশ্রমে বিশেষভাবে সক্ষম ভাইয়েদের কপালে ফোঁটা দিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর সেই ফোঁটাতেই যেন যমের দুয়ারে কাঁটা পড়েছিল মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া সুজয়ের। কোয়েলের পোস্ট দেখেই পরিবার খুঁজে পেয়েছিল সেই ছেলেটি।
অবশেষে বহু বছর পর আজ বাড়ির প্রিয়জনদের কাছে ফিরে গেল সুজয়। যা দেখে চোখ জুড়িয়েছে অভিনেত্রীর। সুজয় পরিবার খুঁজে পেতেই সেই ছবি শেয়ার করে কোয়েল লিখলেন, “ভাল ভাবে থেকো, পারলে একটু পড়াশোনা করে নিও… সংস্থার আর এক বন্ধু প্রজ্জলদা এভাবেই সুজয়কে বিদায় জানাল।”