দেব-মিঠুনের 'প্রজাপতি' (Projapati) নিয়ে বিতর্ক যেন আর থামতে চাইছে না । রাজনৈতিক জলঘোলাও হচ্ছে বিস্তর । বিজেপির দাবি, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বিজেপি করেন বলেই নন্দনে হল পায়নি 'প্রজাপতি' । দেবের (Dev) গলাতেও শোনা গিয়েছে আক্ষেপের সুর । এই আবহে মিঠুন চক্রবর্তী ও দেবের 'প্রজাপতি' সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর কথায়, দেব দারুণ অভিনয় করেছেন । কিন্তু মিঠুনদা পারেননি । মিঠুনদা পুরো ডুবিয়ে দিয়েছেন । তাঁর ফ্লপ অভিনয়ের জন্য ছবিটা পুরো ডুবে গিয়েছে ।
এখানেই শেষ নয় । কুণাল ঘোষ বলেন, "মিঠুনদার জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায় থাকলে ছবিটা পুরো হিট হয়ে যেত । পরাণ বন্দ্যোপাধ্যায় মিঠুনদাকে দশ গোল দিয়েছে ।" পাল্টা জবাব দিয়েছেন দেবও । টিভি ৯-কে দেওয়া সাক্ষাৎকারে দেবের পাল্টা উত্তর, "কুণালদা অত্যন্ত স্নেহ করেন । তবে বারবার একটাই কথা বলব, উনি রাজনৈতিক মুখপাত্ র। আমার মনে হয় সিনেমা নিয়ে ওনার পড়াশোনা নেই । আমি ওনাকে ছোট করে কিছু বলতে চাইছি না । যথেষ্ট সম্মানীয় একজন মানুষ । তবে আমি মনে করি সিনেমাটা আমার উপর ছেড়ে দেওয়া উচিত ।"
আরও পড়ুন, Aindrila Sharma : ঐন্দ্রিলার জুতোয় পা তাঁর গলিয়ে জায়গায় সিরিজে অন্য মুখ, কে তিনি?
সম্প্রতি, প্রজাপতি ছবিটি কলকাতার সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে । অনেকেই এর মধ্যে রাজনৈতিক গন্ধ পেয়েছেন । বিজেপির দাবি, মিঠুন অভিনয় করেছেন বলেই নন্দনে জায়গা পায়নি 'প্রজাপতি' । দেব এই বিষয়ে আগেই জানিয়েছেন, রাজনীতির আগে তাঁর কাছে সিনেমার স্থান, প্রয়োজনে ভবিষ্যতে আবারও মিঠুনের সঙ্গে কাজ করবেন তিনি ।