বাংলা চলচ্চিত্র জগতের (Tollywood) বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে মমতা লিখেছেন, 'অভিষেক একজন বহুমুখী প্রতিভাবান অভিনেতা ছিলেন। আমরা তাঁকে মিস করব।' অভিষেকের মৃত্যু টেলিভিশন সিরিয়াল এবং চলচ্চিত্র জগতের বিরাট ক্ষতি বলে জানিয়েছেন মমতা। অভিষেকের পরিবারের সদস্য এবং তাঁর বন্ধুদের প্রতি শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।
বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে একের পর এক মৃত্যু দেখে যেতে হয় এবং প্রতিক্রিয়া দিয়ে যেতে হয়। কিন্তু অভিষেকের মৃত্যুতে তিনি প্রতিক্রিয়া দিতে পারবেন না। প্রসেনজিৎ জানান, অভিষেকের বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলেন তিনি। সেই দিনটার কথা আজ মনে পড়ছে। প্রয়াত অভিনেতার সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চান বলে জানান বুম্বাদা।
আরও পড়ুন: Abhishek Chatterjee: প্রথম ছবি পথভোলা, অভিষেকের প্রয়াণে প্রসেনজিৎ-যুগের এক সৈনিকের জীবন-যুদ্ধ শেষ
অভিষেকের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি জানিয়েছেন, প্রসেনজিতের পর অভিষেকের সঙ্গেই তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। তাঁদের জুটি ছিল সুপারহিট। কিন্তু শেষে ভুল বোঝাবুঝি হয়। তা আর মেটানো হল না।
অভিষেক চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর কেরিয়ায় প্রত্যাশিত উচ্চতা ছুঁতে না পাটার জন্য দায়ি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। একদা বন্ধুর প্রয়াণে দুই সুপারস্টারের মন্তব্যে সেই প্রসঙ্গেরই প্রচ্ছন্ন ইঙ্গিত।