'মৃগয়া' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । মাঝে ৪৬ বছরের বিরতি । ১৯৭৫-এর পর ২০২২ । আবারও 'মৃগয়া' জুটি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও মমতাশঙ্করকে (Mamata Shankar) দেখা যাবে পর্দায় । 'প্রজাপতি' দেব-মিঠুনের ছবি হলেও মমতাশঙ্করের সঙ্গে আবার মিঠুনকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক । তবে, জানেন কি একসময় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল মিঠুন ও মমতাশঙ্করের । পরে কোনও কারণে বিয়ে ভেঙে যায় । কিন্তু, সেটা নিয়ে কি আক্ষেপ হয় মমতাশঙ্করের (Mamata Shankar) ? এত বছর পর সেই বিষয়ে মুখ খুললেন তিনি । আনন্দাবাজার অনলাইনকে একান্ত সাক্ষাৎকারে জানালেন, মিঠুনের সঙ্গে তাঁর বিয়ে না হয়ে ভালই হয়েছে ।
কেন এমন বললেন মমতাশঙ্কর ? তাঁর কথায়, মিঠুন খুবই ভাল । কিন্তু, মিঠুনের সঙ্গে বিয়ে হলে এগুলো তাঁর নাচ করা, ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত । ও সেটা পছন্দ করত না । মিঠুনের কথায়, বউ হলে বাড়িতে থাকবে । মমতাশঙ্করের কথায়, তাঁর জন্য চন্দ্রোদয়ই ঠিক ছিল । তবে, এই নিয়ে কোনও তিক্ততা নেই তাঁদের মধ্যে । মিঠুন তাঁর খুব ভাল বন্ধু । চন্দ্রোদয়ের সঙ্গেও কথা হয় । পরিবারের সঙ্গেও ভাল যোগাযোগ রয়েছে ।
আরও পড়ুন, Joy Sarkar Qatar WC: কাতারে মেসি ম্যাজিকের সাক্ষী সুরকার জয় সরকার, লোপামুদ্রা রইলেন কলকাতাতেই