২০২৩ সালে কতটা সফলতা জমল টলি অভিনেত্রীদের ঝুলিতে? কিংবা কোথায় কোথায় ঘুরলেন? জীবনে বদলই বা কী কী এল টলিপাড়ার নায়িকাদের? সোশ্যাল মিডিয়ায় ২০২৩ সালের নানা মুহূর্তের ক্যালেন্ডার শেয়ার করেছেন মিমি এবং সোহিনী।
মিমির ক্যালেন্ডার :
২০২৩ সালে অসংখ্য মুহূর্ত জমেছে মিমির ঝুলিতেও। কখনও গান গাওয়া, কখনও ঘুরতে যাওয়া, রাজনীতি, অভিনয়, সঞ্চালনা কিংবা সেরার শিরোপা জেতা ঘটনাবহুলই কেটেছে মিমির ২০২৩ সাল।
সোহিনীর ক্যালেন্ডার :
সারা বছর জুড়ে সাফল্যের পাহাড় জমিয়েছেন সোহিনী। দুর্গ রহস্য, কাবুলিওয়ালা, আবার বিবাহ অভিযান , সম্পূর্ণা অসংখ্য কাজ করেছেন সোহিনী। সঙ্গে বেড়াতে যাওয়া, আড্ডা, পারিবারিক মুহূর্তও রয়ে গিয়েছে মনে। সেসবই একটি রিলে সাজালেন সোহিনী।