টলিউডের ডিভা মিমি চক্রবর্তী । অভিনেত্রীর পাশাপাশি তাঁর আরও একটা পরিচয় তিনি সাংসদ । তবে, অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্টও মুগ্ধ করে দর্শকদের । ওয়েস্টার্ন হোক বা সাবেকি...সবধরনের লুকেই তিনি সাবলীল । তবে, ব্ল্যাকে যেন একটু বেশিই সুন্দর হয়ে ওঠেন মিমি । পছন্দের রঙে আরও বেশি আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস করে তোলে টলি ডিভাকে । সম্প্রতি, আবারও ব্ল্যাক ওয়েস্টার্ন পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী । তবে, কালো রং নিয়ে কী প্রশ্ন করলেন তিনি ?
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে পুরো ব্ল্যাক উইন্টার আউটফিটে দেখা গিয়েছে অভিনেত্রীকে । কালো ছোট টপের উপর কালো ওভারকোট, কালো প্যান্ট, খোলা চুল...মিমির থেকে চোখ ফেরানো যাচ্ছে না । ক্যাপশনে লিখলেন, 'আমরা কি কখনও কালো পোশাকে বিরক্ত হতে পারি?' অর্থাৎ কালো রঙের পোশাক যতবারই পরা হোক, এই রঙের একটা আলাদাই গ্ল্যামার আছে । তাই অনেকেই ব্ল্যাক আফটফিটে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন ।
সোশ্যাল মিডিয়ায় আরও একটা ব্ল্যাক আউফিটের ছবি পোস্ট করেছেন মিমি । সেখানে দেখা গেল, ডেনিম প্যান্ট, কালো টপ এবং ছোট্ট সোয়েটারে মিমির আরও একটা উইন্টার লুক । যা নজর কেড়েছে দর্শকদেরও ।