ম্যাক্সের সপ্তম জন্মদিন। মিমির পোষ্য ম্যাক্স। যে রীতিমতো ইন্টারনেট সেনশেশন। মঙ্গলবার তার জন্মদিনেই আদুরে ভাবে কেক কেটে সেলিব্রেট করলেন নায়িকা। যে ভিডিয়ো শেয়ার করেছেন খোদ সাংসদ মিমি চক্রবর্তী।
মিমির হাসকি প্রজাতির সারমেয় ম্যাক্স। তার জন্মদিনেই মেতেছেন মিমি। এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- 'শুভ সপ্তম জন্মদিন আমার উলফ বয়। সময় যে কী ভাবে কেটে যায়।' এই ভিডিয়োতে ম্যাক্সকে একরাশ শুভেচ্ছা আর আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজনরা।
আরও পড়ুন - দেবারতি মুখোপাধ্যায়ের ‘দোলগোবিন্দবাবুর চশমা’ এবার বড় পর্দায়, 'শাস্ত্রী' মিঠুন চক্রবর্তী
ভিডিয়োতে ডেনিম হাতার সাদা এবং হলদে রঙা পোশাকে দেখা মিলেছে মিমির। অন্যদিকে ম্যাক্সের মাথায় ছিল জন্মদিনের রঙিন টুপি। যেখানে লেখা- 'শুভ জন্মদিন'। মিমির মাথায়ও একই টুপি দেখা গিয়েছে। সেলিব্রেশনের অনুষ্ঠানে মেতেছিলেন মিমির বাবা, মা এবং মিমির পোষ্য।