ভারতীয় বক্স অফিসেও ঝড় তুলুক তাঁর তুফান। এই প্রার্থনা নিয়ে শনিবার কালীঘাটে এই ছবির নায়িকা ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই ছবি। ঘনিষ্ঠরা জানেন মিমি বরাবর ইশ্বর বিশ্বাসী। সেই বিশ্বাস নিয়ে এদিন কালীঘাটে হাজির অভিনেত্রী।
গোলাপী সালোয়ারে এদিন মন্দিরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আরতির পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবারই কলকাতায় সিনেমার প্রচারে দেখা গিয়েছে তুফান ছবির জুটি শাকিব খান ও মিমি চক্রবর্তীকে।
বাংলাদেশে এই ছবি ইতিমধ্যেই ঝড় তুলছে বলেই জানা গিয়েছে। মিমি, শাকিব ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুক্রবার রিলিজের পরের দিনই কালীঘাটে পুজো দিতে দেখা গেল মিমি চক্রবর্তীকে।