টলিউডের ডিভা মিমি চক্রবর্তীর পায়ের তলায় যেন সর্ষে। কখনও তিনি সাংসদ, কখনও তার বাড়ি ভর্তি পোষ্যদের মা, কখনও অভিনেত্রী-গায়িকা। একই অঙ্গে নানা অবতার। আজ মিমির জন্মদিন। জন্মদিনে চেনা গন্ডী ছেড়ে তিনি উড়ে গিয়েছেন স্বপ্নের শহর প্যারিসে। গোলাপি ট্রাউজার, রংবেরঙের পশমে সাজানো কোট পরে মিমি জন্মদিনে উপভোগ করেছেন প্যারিসের ছিমছাম সকাল। আজ ৩৪ এ পা দিলেন অভিনেত্রী। প্যারিস থেকে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি।
West Bengal Weather Update: আবহাওয়ার মতিভ্রমে অতিষ্ঠ বঙ্গবাসী, ঠান্ডা-গরমের খেলা আর কত দিন চলবে?
ইন্ডাস্ট্রিতে মিমির এন্ট্রি প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে, 'গানের ওপারে' সিরিয়ালির নায়িকা হিসেবে৷ যদিও তারপর আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। জন্মদিনের সকালে “বঁজুর (সুপ্রভাত)” বলে শুরু করলেন দিন।