লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের টিকিট না পাওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। দুই তারকাকে কটাক্ষ করে ছড়িয়ে পড়েছে একাধিক মিম এবং পোস্ট। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি।
সম্প্রতি এক মহিলা বিজেপি সমর্থক সোশ্যাল মিডিয়ায় মিমি এবং নুসরতের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় সংসদের বাইরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। মিমি নুসরতকে কটাক্ষ করে ওই নেটিজন ক্যাপশনে লিখেছেন, 'পরের ভোটে আর টিকিট পাবে না জানতেন। সেই কারণেই সংসদ ভবনে পৌঁছে বেশ উচ্ছ্বসিত ছিলেন দুই অভিনেত্রী। দিদি এভাবে ঠকাল।'
আরও পড়ুন - শাকিব খানের সঙ্গে ত্রিকোণ প্রেমে মজে মিমি ! এবার ঢালিউডে 'তুফান' তুলতে তৈরি নায়িকা
এই পোস্ট দেখে কটাক্ষ করতে ছাড়েননি যাদবপুরের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি নিজের ইস্তফা দেওয়ার খবর পোস্ট করে পাল্টা লেখেন, 'হোমওয়ার্ক করে এই টুইট করা হলে গুরুত্ব দেওয়া হত। গত কয়েকদিন থেকে মেয়েরাই আর একটা মেয়েকে নিচু করছে। অথচ আমরাই নারীবাদ এবং নারী সম্মান নিয়ে কথা বলি।'