বিয়ে করলে ডিভোর্স হয় কিন্তু পিৎজা অর্ডার করলে তা খুশি বয়ে আনে। সপ্তাহান্তে এমনটাই উপলব্ধি করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
অভিনেত্রীর বন্ধু মহলে সকলে সাত পাকে বাঁধা পড়লেও মিমি এই ব্যাপারে একেবারেই 'স্পিকটি নট'। কিন্তু অনুরাগীরা তাঁকে কনে বেশে দেখতে উদগ্রীব। কিন্তু মিমি বিয়ে নিয়ে ঠিক কী ভাবেন তা আরও একবার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন - 'দেবী প্রথম থেকে অসাধারণ', বিপাশা কন্যার হার্টে দুটো ফুটো, জানালেন অভিনেত্রী স্বয়ং
রবিবার, ছুটির দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার পোস্ট করেন অভিনেত্রী। যেখানে লেখা- '৫০ শতাংশ বিয়েই ডিভোর্সের দিকে গড়ায়, তবে ১০০ শতাংশ পিৎজা ডেলিভারি খুশি বয়ে আনে। অর্থাৎ পিৎজা- ১… আর ভালবাসা- শূন্য…'। অর্থাৎ অনুরাগীদের বুঝিয়ে দিলেন তাঁর কাছে ভালবাসার থেকে এগিয়ে রয়েছে পিৎজা।