শুক্রবার প্রকাশ্যে এল মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি 'মিনি'-র ট্রেলার (Mini Trailer Released) । প্রথমবার মৈনাক ভৌমিকের ছবির নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে । সিনেমার গল্পটাও একেবারে ছকভাঙা । মাসি-বোনঝির সম্পর্কের বিভিন্ন দিক এই সিনেমায় দেখা যাবে ।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিনি' ছবির ট্রেলার পোস্ট করেছেন মিমি চক্রবর্তী । ক্যাপশনে লিখেছেন, "আসছে মাসি- বোনঝি জুটি । সঙ্গে অনেকটা ভালোবাসা আর একটু খুনসুটি ।" দুই মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে মাসি হিসাবে নেটিজেনদের নজর কেড়েছেন মিমি চক্রবর্তী । একই সঙ্গে বোনঝির চরিত্রে ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । এছাড়া, ছবিতে অভিনয় করছেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন, Ranbir-Alia Wedding : ছবিতে দেখুন রণবীর ও আলিয়ার প্রেম কাহিনি...
সামান্য কয়েক মিনিটের ট্রেলারে ছবির বিষয় খানিকটা স্পষ্ট । একেবারে অন্য ধারার সিনেমা হতে চলেছে 'মিনি' । এই সিনেমা মাসি ও বোনঝির সম্পর্ককে নিয়ে । ছোট্ট মেয়ে মিনি । তাঁর বাবা-মা আলাদা হয়ে গিয়েছে । বাবা দ্বিতীয়বার বিয়ে করছে । মা-ও নিজেকে শেষ করে ফেলতে চায় । এরই মাঝে মিনির জীবনের গল্পে প্রবেশ করবে তাঁর মাসি 'তিতলি' । শুরু হবে তাঁদের নতুন পথ চলা, সম্পর্কের সমীকরণ বদলাবে । রাগ, অভিমান, ভালবাসার মধ্যে দিয়ে বয়সের সীমা পেরিয়ে বন্ধু হয়ে উঠবে দুজনে । মাসি-বোনঝির ভালবাসা, খুনসুটি, রাগ, অভিমান সবটাই দেখা যাবে । তারই কিছু কিছু অংশের ঝলক রয়েছে ট্রেলারে ।
কয়েকদিন আগেই মিনি-র ট্রেলার নিয়ে অভিনব প্রচার করতে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছিলেন মিমি । সেখানে দেখা যাচ্ছে, চারপাশে সবাই বলছে 'মিনির ট্রেলার (Mini Trailer) দেখলাম, দারুণ লাগল"। কিন্তু, 'মিনি'-র ট্রেলার তো তখনও মুক্তিই পায়নি । এইধরনের ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন নায়িকা । সেইসঙ্গে জানিয়ে দিয়েছিলেন, খুব তাড়াতাড়ি ছবির ট্রেলার লঞ্চ করবে । অভিনেত্রীর কথা মতোই শুক্রবার ট্রেলার মুক্তি পেল ।
‘স্মল টক আইডিয়াস’-এর ব্যানারে ৬ মে মুক্তি পাচ্ছে এই ছবি । করোনার কারণে এতদিন ছবি মুক্তি পিছিয়ে ছিল । মিনি ও তিতলির বন্ধুত্ব পর্দায় কতটা জমে, এখন তারই অপেক্ষায় দর্শকরাও ।