রাজনীতি থেকে কার্যত দূরে মিমি চক্রবর্তী । এবার পদ্মাপাড়ে 'তুফান' তুলতে তৈরি নায়িকা । টলিউড, বলিউডের পর ঢালিউডেও দেখা যাবে মিমি ম্যাজিক । বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন টলি ডিভা । সোশ্যাল মিডিয়ায় সিনেমার লুক শেয়ার করে নতুন ছবির ঘোষণা করলেন মিমি চক্রবর্তী ।
দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে 'তুফান' সিনেমাটি । ছবির নাম, নায়কের নাম আগেই ঘোষণা করা হয়েছিল । এবার 'তুফান' পরিবারে এন্ট্রি নিলেন মিমি চক্রবর্তীও । তবে, ছবিতে একজন নয়, দু'জন নায়িকা । একটা বিষয় স্পষ্ট যে, ত্রিকোণ প্রেমের গল্প বলবে সিনেমাটি । শাকিব ও মিমি-র সঙ্গে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে । 'আয়নাবাজি' ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন নায়িকা ।
মিমি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন । যেখানে 'কুল' লুকে দেখা গেল তাঁকে । ক্যাপশনে লিখলেন,'তুফান পরিবারে সামিল হতে পেরে আমি খুশি ।' সিনেমা নিয়ে মিমি সংবাদমাধ্যমকে জানান, কাজের সূত্রে তিনি প্রায়ই বাংলাদেশ যান । সেখানে কাজ করাটা তাঁর জন্য সবসময় আনন্দের । সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই তাঁর প্রথম সিনেমা । তাই তুফান নিয়ে খুব এক্সাইটেড টলি ডিভা ।
সুড়ঙ্গ খ্যাত পরিচালক রায়হান রাফীর পরিচালনায় তৈরি হচ্ছে ‘তুফান’ । যৌথ প্রযোজনায় এসভিএফ, আলফা আই ও চরকি । পর্দায় শাকিব খানের সঙ্গে দুই নায়িকা ঝড় তুলবে বলে মনে করছেন নির্মাতার ।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক কেরিয়ার নিয়ে সংবাদ শিরোনামে মিমি চক্রবর্তী । প্রথমে সাংসদ পদ থেকে ইস্তফা, তারপর তৃণমূলের লোকসভা ভোটের প্রার্থী তালিকা তাঁর নাম না থাকা...এসব নিয়ে কয়েকদিন ধরে কম ট্রোলড হননি নায়িকা । কড়া ভাষায় তার জবাবও দিয়েছেন নায়িকা । উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতেছিলেন মিমি । ২০২৪-এর নির্বাচনে সেই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন সায়নী ঘোষ ।