এক সময়ের হিট জুটি মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। প্রায় এক দশক জুটিকে পর্দায় দেখা যায় না। এবার সুখবর। পরিচালক পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবিতে জুটি বাঁধবেন মিঠুন এবং দেবশ্রী।
Durga Puja Release: পুজোয় এই প্রথম জোড়া সৃজিত, জোড়া অরিন্দম! SVF-এর সোনায় সোহাগা
দেবারতি মুখোপাধ্যায়ের গল্প ‘দোলগোবিন্দবাবুর চশমা’ নামের ছোটগল্পের অনুকরণেই তৈরি হবে এই ছবি। এই ছবির প্রযোজনার দায়িত্বে অভিনেতা সোহম চক্রবর্তী। বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষবিদ্যার দ্বন্দ্ব নিয়ে এই ছবি তৈরী। লেখিকার কথায়, “মিঠুনের চরিত্রের উপরই গোটা গল্পটা দাঁড়িয়ে আছে। তাঁর চেয়ে ভাল কাস্টিং আর হতে পারত না।"