অভিনয় জগৎ-এর সঙ্গে রাজনীতিকদের যাতায়াত এখন অবাধ। আবার কথাটা উল্টে বললেও সত্যি। এর আগে রাজনীতিতে এসেছেন টলিউডের একের পর এক সেলেবরা। একইভাবে বিধায়ক মন্ত্রীরাও জুড়েছেন সিনেমা জগৎ-এর সঙ্গে। গোটা অগাস্ট মাস জুড়ে বক্স অফিসে রাজ করতে চলেছেন সাংসদ বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে রাজনীতিকরা।
Rwitobrata Mukherjee: 'ভুলে যেও...', গিটার বাজিয়ে গান গেয়ে নন্দী সিস্টার্সদের সঙ্গে 'গুনগুনালেন' ঋতব্রত
১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে বিধায়ক রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’, সেখানে অভিনয় করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এরপরেই ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে বাংলার ‘কালারফুল বয়’ তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের সিনেমা ‘ওহ লাভলি’ , যার ট্রেলার ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। এছাড়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত বাংলাদেশের মোশারফ করিম অভিনীত ছবি ‘হুব্বা’ মুক্তির অপেক্ষায়। এই মাসেই মুক্তি পেতে চলেছে সাংসদ দেবের ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ।