বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে অভিনেতা জিতু কামাল এবং নবনীতা দাসের সম্পর্ক। কোনও রাখঢাক না রেখে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা সপাট জানিয়েছিলেন অভিনেত্রী। গত ২৮ অগাস্ট ছিল অভিনেতা জিতু কামালের জন্মদিন। কানাঘুঁষো শোনা যাচ্ছে, সেই সময় নাকি গোয়ায় ‘নতুন বন্ধু’ স্নেহাল অধিকারীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন নবনীতা। জিতুর সঙ্গে সম্পর্ক ভাঙতেই তবে কি নতুন সম্পর্কে জড়ালেন তাঁর ‘বাচ্চা বউ’? উঠছিল প্রশ্ন।
Ronojoy-Sohini : রণজয়-সোহিনীর সম্পর্কে ফের ভাঙন, নেপথ্যে তৃতীয় ব্যক্তি ?
যদিও এই প্রসঙ্গে, আনন্দবাজার অনলাইনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। তিনি জানান স্নেহাল তাঁর নতুন বন্ধু। জিতুকে রাত ১২টায় উইশ ও করেছেন নবনীতা। কিন্তু তাঁকে আরেকটি সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে নবনীতার উত্তর, ‘ স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়।