ইডেন গার্ডেন্সে ভারতের ম্য়াচের টিকিট নিয়ে হাহাকার তৈরি হয়েছিল। এক মাস আগে থেকে হাত তুলে দিয়েছেন সিএবি কর্তারাও। টিকিটের কালোবাজারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল।
এসব কিছুর মাঝে ইডেনে ম্যাচের আগে মাঠে দেখা গেল নীল ও তৃণাকে। ভারতের জার্সি ও গলায় কার্ড পরে মাঠে এই তারকা জুটি। তা দেখে নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। ইডেনের দর্শকদেরও দাবি, সেলিব্রিটি বলেই এই সুযোগ পেয়েছেন নীল ও তৃণা।
কিছুদিন আগেই এই জুটি ঘুরতে গিয়েছিলেন। শহরে ফিরেই এবার তাঁদের গন্তব্য ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন তৃণা। সেই পোস্টেই ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।