বিচ্ছেদের জল্পনায় অনেক আগেই জল ঢেলেছেন নীল-তৃণা। সকলে যখন ধরেই নিয়েছিলেন এই জুটির সম্পর্কের আর ভবিষ্যৎ নেই, ঠিক তখনই আরও বেঁধে বেঁধে থেকে এই জুটি বুঝিয়ে দিয়েছেন সেসব নিছকই রটনা। পুজো, পুজোর পর কার্ণিভালেও জমিয়ে মজা করেছেন এই জুটি। এবার ছুটির মেজাজে তৃনীল জুটি। জুটিতে উড়ে গেলেন গোয়া।
DBD Final 2023: দীর্ঘ ৯ মাসের জার্নি শেষে, কার মাথায় উঠল ডান্স বাংলা ডান্স-১২ এর মুকুট?
সেখান থেকেই একেরপর এক ছবি শেয়ার করছেন জুটিতে। কখনও নীল সমুদ্রে জলকেলি, কখনও আবার ক্লাবে জমিয়ে নাচ গান, যাকে বলে একেবারে ভ্যাকেশন মুডে দুটিতে। দুজন মাথায় টুপি পরে উড়ে গিয়েছেন গোয়ার উদ্দেশে। সেই ছবিও শেয়ার করেছেন নীল।