রাস্তাঘাটে অপমানিত হতে হয় তাঁকে। সেলফি তোলার পরও তাঁকে 'বদমাশ মহিলা' বলে সম্বোধন করে চলে যান অনেকে। দাদাগিরির মঞ্চে এমনই অভিজ্ঞতার কথা জানালেন অপরাজিতা মুখোপাধ্যায় (Aparajita Mukherjee)। যিনি নিম ফুলের মধু (Neem Phuler Madhu) ধারাবাহিকের কৃষ্ণা দত্ত অর্থাৎ বাবুর মা।
অভিনেত্রী অপরাজিতা সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানে ১১ জনের একটি মহিলাদের গ্রুপ তাঁর সঙ্গে ছবিও তোলেন। এরপর সকলে কিছুটা এগিয়ে গেলে এক মহিলা আচমকাই ফিরে এসে তাঁর দিকে তাকিয়ে বদমাশ মহিলা বলে চিৎকার করে ওঠেন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। যদিও দাদাগিরির মঞ্চে এই ঘটনা নেহাত মজা করেই বলেন অপরাজিতা।
আরও পড়ুন - টলিপাড়ায় নতুন গোয়েন্দা, প্রকাশ্যে বাদামি হায়নার প্রথম ঝলক
২০২২ সালের শেষে শুরু হয়েছে ধারাবাহিক 'নিম ফুলের মধু'। শুরু থেকেই পর্ণা-সৃজনের সুখী দাম্পত্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাবুর মা অর্থাৎ অপরাজিতার চরিত্রটি। এই নেগেটিভ চরিত্রের কারণেই দর্শক বেশ বিরক্ত তাঁর উপর। তাই পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করার কারণেই দর্শকদের রাগ কিছুটা হলে গিয়ে পড়ে বাস্তবের অপরাজিতার উপর।