বর্ষায় আসছে নস্যির কৌটো। এই কৌটোই যত কাণ্ডের মূলে। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই নস্যির কৌটো ঘিরে। ছবিটি পরিচালনা করছেন রাজীব ঘোষ, ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস। কমেডিতে ভরপুর এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লাবণী সরকার, বিশ্বনাথ বসু , রূপসা মুখোপাধ্যায়ের মতো তারকাদের। প্রথমবার ছবিতে প্লেব্যাক করেছেন অভিনেত্রী লাবণী সরকার, গানে গলা দিয়েছেন খরাজ মুখোপাধ্যায়-ও।
Way To Save Money: মাসের শেষে সঞ্চয় হয় না? মাথায় রাখুন এই টিপস
কলকাতায় এম এন সি তে চাকরি করে সৌকর্য। তাঁর কাকার ২৩ নম্বর বিয়েতে উপস্থিত হতে সে গ্রামের বাড়ি এসে, ঠাকুমার থেকে সন্ধান পায় তাঁর প্রয়াত দাদুর পরম প্রিয় নস্যির কৌটো। তবে এই নস্যি যে সে নস্যির কৌটো নয়, এতে জাদু আছে। এই কৌটো আর কী কী ভেলকি দেখতে পারে এবার সেই গল্পই বলবে এই ছবি।