লগ্নভ্রষ্টা বর, বাড়ির সম্মান বাঁচাতে আশ্রিতাকে বিয়ে। ময়না ওপার বাংলার মেয়ে, নতুন দেশ, নতুন ঘরে সে একজন আশ্রিতা। নতুন দেশে তাঁকে যে আশ্রয় দিয়েছে, তার কথা ফেরায় কীভাবে ময়না?
এই গল্প নিয়েই জি বাংলার পর্দায় চলছে নতুন ধারাবাহিক 'পুবের ময়না'। ধারাবাহিকে, মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাঙা বউ-এর গৌরব রায় চৌধুরী। আর তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করেবন নবাগতা ঐশানী দে। প্রকাশ্যে এল এই ধারাবাহিকের শুটিং ফ্লোরের কিছু স্পেশাল ছবি।
ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা গিয়েছিল, বিয়ে বাড়ির আবহে গৌরব হতে চলেছে লগ্নভ্রষ্টা। বিয়ে না করেই ফিরে আসতে হয় তাঁকে। বাড়ির সম্মান বাঁচাতে ওপার বাংলার মেয়ে ময়নার সঙ্গে বিয়ে ঠিক করেন নায়কের মা।
ধারাবাহিকে গৌরবের মায়ের চরিত্রে অভিনয় দেখা যাচ্ছে রীতা দত্ত চক্রবর্তী।ধারাবাহিকে, ময়নার মুখে শোনা যাচ্ছে খাঁটি পূর্ব বঙ্গের ভাষা। ইতিমধ্যেই ১৭টি এপিসোড সম্প্রচার হয়ে গিয়েছে। ধীরে ধীরে এগোচ্ছে গল্প। ইতিমধ্যেই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসেছে ময়না। দেখা হয়েছে গৌরবের পরিবারের সঙ্গে। তাঁরা ময়নাকে তুলে দিতে চায় পুলিশের হাতে। কিন্তু ময়না পুলিশের কাছে যেতে চায় না। এই গল্প ধীরে ধীরে মন কাড়ছে দর্শকদের।