যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত জাহানের অভিনীত 'মেন্টাল' ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার। এই মধ্যেই নতুন সমস্যার সম্মুখীন যশ-নুসরত। ক্লোন করা হল যশের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মসের ইউটিউব চ্যানেলটি। সেখান থেকে পোস্ট করা হল কনটেন্টও। যা নিয়ে ইতিমধ্যেই লালবাজারে সাইবার শাখার দ্বারস্থ হয়েছেন যুগল। এই ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি ইন্ডাস্ট্রি 'রাজনীতির' শিকার হয়েছেন তাঁরা?
জানা গিয়েছে, ৯ জানুয়ারি নুসরতের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে তাঁদের 'মেন্টাল' ছবির ট্রেলার। ভুয়ো ওই ইউটিউব চ্যানেল থেকে প্রথমে এই ছবির গান প্রকাশে আসে। এরপর ওই চ্যানেল থেকেও ছবি ট্রেলারও প্রকাশ করে দাবি করা হয়, ওই প্রোফাইলটাই নাকি প্রযোজক সংস্থার আসল ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই অভিনেত্রী নুসরত জাহান লালবাজার সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন। রাতের মধ্যেই প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - 'রশিদ এ শহরময়', উস্তাদের প্রয়াণে খেয়াল রচনা কবীর সুমনের
এরপরে প্রশ্ন ওঠে তাহলে কি ইন্ডাস্ট্রির কোনও রকম রাজনীতির শিকার হয়েছেন তাঁরা? ইন্ডাস্ট্রির তরফ থেকেই তাঁদের সংস্থার ক্ষতি করতে চাওয়া হচ্ছে? যদিও এই প্রশ্নে একমত হতে নারাজ নুসরত। তাঁর দাবি, ইন্ডাস্ট্রি একটি ছোট পরিবার নিজেদের মধ্যে মনোমালিন্য বা মতের অমিল থাকলেও ইন্ডাস্ট্রির কেউ এরকম কিছু করবে বলে মনে হয় না। যশের কথায়, কেউ দুষ্টুমি করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে, এভাবে কোনও ভাল কাজ আটকানো যায় না।