ব্যস্ত তো দুজনেই । কিন্তু, সুযোগ পেলেই বেরিয়ে পড়েন তাঁরা । কখনও একটুকরো পাহাড়ের কোলে, কখনও বা কলকাতায় রাস্তায় । নিজেদের মতো করে সময়টা কাটান । সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেইসব ছবিও ভাগ করে নেন। এবার সিনেমাহলে ক্যামেরাবন্দী হলেন টলিউডের পাওয়ার কাপল যশ ও নুসরত (Yash-Nusrat) । যশ ও নুসরতের ইনস্টাগ্রামে ঝলমল করছে সেই আদুরে ছবি ।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন যশ ও নুসরত (Yash-Nusrat movie date) । সেখানে দেখা যাচ্ছে দুজনের হাতেই পপকর্ণ । আর যশের গালে আলতো চুম্বন এঁকে দিচ্ছেন নুসরত । যশ লিখেছেন, 'মুভি নাইট'। সিনেমাহলে ছবি দেখতে গিয়েছিলেন তাঁরা ।
আরও পড়ুন, Shantilal Mukherjee: বিদ্যুৎ বিলের নামে প্রতারণার শিকার শান্তিলাল মুখোপাধ্যায়, খোয়া গেল আড়াই লাখ
সম্পর্ক নিয়ে একবছর আগেও রাখঢাক ছিল দু'জনের । তবে এখন বেশ খোলামেলা সবটা । পুজোর সময় শাঁখা-সিঁদুরে দেখা যায় নুসরতকে । এরপর কালী পুজোয় যশের আগের পক্ষের ছেলে ও ঈশানের সঙ্গে ছবিও শেয়ার করে নেন তাঁরা । একসঙ্গে হাজির হয়েছিলেন ‘দাদাগিরি’-তেও ।
এদিকে, সদ্য মুক্তি পেয়েছে যশের নতুন ছবি 'চিনেবাদাম'। আর এই ছবি নিয়েই বিতর্কে জড়িয়েছেন যশ। ছবি মুক্তির সামান্য কয়েকদিন আগেই অভিনেতা জানিয়ে দেন, প্রযোজকের সঙ্গে মতপার্থক্যের কারণে এই ছবির সঙ্গে আর তিনি যুক্ত নন । এমনকি, আইনি পথে যাওয়ারও সিদ্ধান্ত নেন তিনি ।