মুক্তি পেল যশ-নুসরত জুটির নতুন ছবি 'মেন্টাল'-এর প্রথম গান। পোস্টার মুক্তির পর জানা গিয়েছিল সনাতন বাউলের 'কী একখান গান বানাইছে' গানটি নতুন রূপে মুক্তি পাবে। বুধবার ছবির প্রথম গান হিসেবে প্রকাশ্যে এল এই গানটিই।
কেশব দে-র সুরে গানটি গেয়েছেন মিকা সিং, ইমন চক্রবর্তী ও সনদ মন্ডল। গানটি একেবারেই একটি আইটেম সং। যা শুরু থেকেই শ্রোতাদের এক্কেবারে পার্টি মুডের ফিল দিয়েছে। গানের একাংশে আবার র্যাপও রয়েছে। এই গানে যশ-নুসরতের পোশাকে রয়েছে বেশ খানিকটা ভোজপুরি ছাপ।
আরও পড়ুন - 'যতটা রক্ত ওঁদের ঝড়েছে...', পারিয়া-র টিজারে হিংস্র লুকে বিক্রম
যশ-নুসরত আগেই জানিয়েছিলেন, একটা সময় বাণিজ্যিক ছবিরই বাজার ছিল । রমরমিয়ে চলত । 'মেন্টাল'-এর মাধ্যমে পুরনো বাণিজ্যিই ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন তাঁরা। গানটি প্রকাশ্যে আসার পরে অনেকেই একমত হয়েছেন তাঁদের সঙ্গে। শ্রোতারা মনে করছেন, এই গান ফিরিয়ে দিয়েছে পুরনো বাংলা কমার্শিয়াল ছবির সেই ফিল।