বসিরহাট কলেজের (Basirhat College) নবীন বরণ উৎসব। আর সেই মঞ্চে ভিন্ন মেজাজে ধরা পড়লেন এলাকার সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদ(TMCP College Fest) পরিচালিত ইউনিয়নের উদ্যোগে বসিরহাটের প্রান্তিক মাাঠে বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়। সেখানে অতিথি শিল্পী মিকা সিংয়ের(Mika Singh) গানে নাচতে দেখা যায় বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে(TMC MP Nusrat jahan)।
এই ঘটনার পরেই যদিও রাজনৈতিক তরজা অন্য মাত্রা নেয়। সাংসদকে মঞ্চে উঠতে নাচতে দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি(BJP on Nusrat Jahan)। বিজেপির তরফে জানানো হয়, সাংসদ কলেজের অনুষ্ঠানে নাচতেই পারেন। নাচ-গান মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রাখে। তবে, এসবের পাশাপাশি বসিরহাটের উন্নয়ন সম্পর্কে উদাসীন না হলেই ভাল হত।
আরও পড়ুন- Ranji Trophy Final 2023: জোড়া হাফসেঞ্চুরিতে লিড সৌরাষ্ট্রের, দ্রুত উইকেটের খোঁজে বাংলা
অন্যদিকে তৃণমূলের(TMC on Nusrat Jahan) দাবি, সাংসদ নুসরত জাহান একজন শিল্পী ও নায়িকা। সাংসদের এই কাজে যুব প্রজন্ম আরও বেশি করে উজ্জীবিত হচ্ছে বলেও দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এদিন নুসরত একজন সাংসদ(Basirhat MP Nusrat Jahan) হিসেবে নন, বরং শিল্পী হিসেবেই তিনি নাচগান করেছেন বলেও ব্যাখ্যা ঘাসফুল শিবিরের।