এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। একদিকে রাজনীতি, অভিনয় অন্যদিকে সংসার সবই শক্ত হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। সদ্য যশের সঙ্গে নতুন প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন অভিনেত্রী সাংসদ। এছাড়াও নুসরতের হাতে এখন পর পর বিজ্ঞাপনের কাজ। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় নায়িকা । নিত্যনতুন সাজে ছবি পোস্ট করেই থাকেন অভিনেত্রী। সম্প্রতি তিনি সেজেছিলেন দক্ষিণী সাজে। তাঁর পরনে ডুয়াল টোনের বেগুনি একটি দক্ষিণী সিল্কের শাড়ি , খোঁপায় গোছা গোছা ফুল, দু’হাত ভরা চুড়ি। এই সাজে নুসরতের দিক থেকে চোখ ফেরানো দায়।
Alia Bhatt- Reliance: আলিয়া ভাটের শিশুদের পোশাকের ব্র্যান্ড Ed-a-Mamma কিনে নিতে চলেছে রিলায়েন্স!
এদিকে যশ জড়িয়েছেন নতুন বিতর্কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আইনত তিনি নীল বাতির গাড়ি ব্যবহার করতে পারেন না। অথচ সম্প্রতি সস্ত্রীক তাঁকে নামতে দেখা গিয়েছে এমনই এক গাড়ি থেকে , তারপর থেকেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক।