ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ছবি তুলে যাচ্ছেন যশ। এদিকে নুসরত যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সেদিকে হুঁশই নেই তাঁর। ক্যামেরাম্যানের সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়েই চলেছেন অভিনেতা৷ অধৈর্য্য হয়ে পড়লেন নুসরত, পাশাপাশি প্রতিশোধ নিতে আঁটলেন ফন্দিও। বেশ কিছুক্ষণ চুপচাপ যশের কাণ্ড দেখার পর অভিনেত্রী গিয়ে দাঁড়ালেন যশের সামনে। ক্যামেরার সামনেই নেচে বেড়াতে লাগলেন, ব্যস ক্যামেরাম্যানের ছবি তোলা উঠল লাটে। আর নুসরতের এই কাণ্ডে বসেছে 'গার্লস' ট্যাগও। অনেকেই হয়ত এই একই কাণ্ড করে থাকেন।
JR NTR: 'জবর ফ্যান', কঠোর নিরাপত্তা ডিঙিয়ে প্রিয় অভিনেতা Jr NTR-কে জাপটে ধরল যুবক, তারপর...
তবে নুসরতের 'ছেলেমানুষি'তে রাগ করেননি যশ। বরং চুপচাপ দেখে গিয়েছেন অর্ধাঙ্গিনীকে৷ এই ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন, 'প্রতিশোধ নিলাম। ' ভিডিয়ো এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।