বহুদিন পর বাণিজ্যিক ছবিতে একসঙ্গে দেখা যাবে যশ-নুসরত-কে । তাও আবার যশরত-এর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’। সদ্যই মুক্তি এই ছবির প্রথম গান 'কী একখান গান বানাইছে' … গানটি মুক্তির পরেই কার্যত মুখে মুখে ঘুরছে।
এই গানে রিল বানিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলেছিলেন তারকাজুটি। আর তাঁদের অনুরোধেই 'কী একখান গান বানাইছে' গানের অসংখ্য রিলে ইতিমধ্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। গাড়িতে যেতে যেতে অনুরাগীদের করা সেসব ভিডিও নিজেই ঘেঁটে দেখলেন অভিনেত্রী সাংসদ। এবং সকলকে ধন্যবাদ জানালেন।
Sohini Banerjee: এবার বিয়ে তুবড়ির, 'অনস্ক্রিন' প্রেমিকের হাতে আইবুড়ো ভাত খেলেন সোহিনী
উল্লেখ্য, যশ-নুসরত আগেই জানিয়েছিলেন, একটা সময় বাণিজ্যিক ছবিরই বাজার ছিল । রমরমিয়ে চলত । 'মেন্টাল'-এর মাধ্যমে পুরনো বাণিজ্যিই ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন তাঁরা। গানটি প্রকাশ্যে আসার পরে অনেকেই একমত হয়েছেন তাঁদের সঙ্গে। শ্রোতারা মনে করছেন, এই গান ফিরিয়ে দিয়েছে পুরনো বাংলা কমার্শিয়াল ছবির সেই ফিল।