মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা, শেক্সপীয়রের কালজয়ী নাটক নিয়ে কাজ করেছেন একাধিক পরিচালক। হায়দার, মকবুল, মন্দার, ওমকারা এসব তারই নিদর্শন। ২০১৬ সালে, শেক্সপীয়রের বিখ্যাত ট্রাজিডি ‘ওথেলো’র মূল ভাবনাকে এক রেখে বর্তমান প্রেক্ষাপটে সাজিয়ে ‘অথৈ’ মঞ্চস্থ করেছিলেন অর্ণ মুখোপাধ্যায় ( Arna Mukkherjee) ।
দলিত সমাজের বেশ কিছু চিত্র তিনি তুলে ধরেছিলেন এই নাটকে। মঞ্চের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় ‘অথৈ’, পরিচালক থাকছেন অর্ণই, ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। থিয়েটারের একাধিক অভিনেতা অভিনেত্রীরা থাকবেন ছবিতে।
Aishwarya-Abhishek: বিয়ের আংটিটাও খুলে ফেলেছেন অভিষেক, সত্যি সত্যিই বিয়ে ভাঙছে জুনিয়র বচ্চনের?
ডেসডিমোনা অর্থাৎ দিয়ামোনা মুখোপাধ্যায়-এর চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার। শুরুতে এই চরিত্রে অভিনয় করতেন থিয়েটার শিল্পী তূর্ণা দাস (Turna Das), করোনার ঠিক আগে সোহিনী অভিনয় করতে শুরু করেন। মূল নাটকের ইয়াগো ওরফে অথৈ-এর গোগোর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য এবং ওথেলো অর্ণ মুখোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, কৌশিক চক্রবর্তীরাও। ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং।