এক অন্য ধারার প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে পায়েল সরকারের(Paayel Sarkar) আগামী ছবি 'কুলপি'(Kulpi) । ছবির পরিচালক বর্ষালি চট্টোপাধ্যায়(Barshali Chatterjee) । সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক ।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক শেয়ার করেন পায়েল । ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "ভালোবাসা বেঁচে থাক, গল্প পেরিয়ে সমাজে । কুলপির হাত ধরে এগিয়ে যাই ভালোবাসার দৃষ্টান্ত তৈরি করতে । "
বামন শুনলেই আমাদের এক টিপিক্যাল ধারণার কথা মনে হয় । এই মানুষরাও যে সাধারণ হাসি, কান্না, সুখ, দুঃখের জীবন যাপন করতে পারেন, তা যেন আমরা ভুলে যাই । এ ছবির গল্পও এক বামনের । নাম কুলদীপ রায় চৌধুরি । ডাক নাম কুলপি । এক সুন্দরীর প্রেমে পড়ে কুলপি । শেষপর্যন্ত কি তার প্রেম কোনও পরিণতি পাবে ? সেই গল্পই বলবে এই সিনেমা । কুলপি চরিত্রে অভিনয় করছেন প্রত্যয় ঘোষ(Protyay Ghosh) । বাস্তবেও তিনি বামন । এই ছবি দিয়েই সিনেজগতে পা রাখছেন তিনি ।
আরও পড়ুন, Top 5 Bengali Web Series: বছরের সেরা পাঁচ বাংলা ওয়েব-সিরিজ কোনগুলো? একটাও মিস করেননি তো?
পায়েল ছাড়া এই ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, চুমকি চৌধুরি, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু ও আরও অনেকে । ২০২২ সালে মুক্তি পাবে এই সিনেমা ।