সুরে সুরে বাঁধবে ইশা-পরমব্রতর সম্পর্ক । লন্ডনে জমে উঠবে তাঁদের প্রেম । কিন্তু, একসময় ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনে কি ছিড়ে যাবে তাঁদের সম্পর্কের তার ? ভালবাসার সংজ্ঞা খুঁজবে ইশা-পরমব্রত তাঁদের আগামী সিনেমা 'ঘরে ফেরার গান'-এ । সম্প্রতি মুক্তি পেল ছবির টিজার ।
এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি তৈরি হচ্ছে । লন্ডনেই শুটিং হয়েছে । সিনেমার টিজারে ধরা পড়ল লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট । যেখানে গানে গানে সম্পর্কের গল্প বলবেন পরিচালক অরিত্র সেন । কলকাতার মেয়ে তোড়ার বিয়ে ঋভুর সঙ্গে । বিয়ের পর লন্ডনে যেতে হয় তাঁকে । সেখানে গিয়েই পরিচয় হয় ইমরানের । নতুন প্রেমের গল্প গড়ে উঠতে শুরু করে । ইমরানকে ভালবেসে ফেলে তোড়াও । তারপরই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন । টিজারে স্পষ্ট যে, ত্রিকোণ প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে এগোবে গল্প।
তোড়ার ভূমিকায় অভিনয় করছেন ইশা সাহা । ইমরানের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় । এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা । এছাড়াও রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় । ইশার স্বামী ঋভুর ভূমিকায় অভিনয় করছেন তিনি । খুব শীঘ্রই এই সিনেমা মুক্তি পাচ্ছে ।