তাঁদের বিয়ে নিয়ে কম জল্পনা-চর্চা হয়নি। কিন্তু সেসবের তোয়াক্কা না করে মানসিক সুখকেই প্রাধান্য দিয়েছেন টলিউডের নবদম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। বিয়ের এক সপ্তাহ কাটতে না কাটতেই জুটিতে মধুচন্দ্রিমা সারতে উড়ে গিয়েছিলেন আয়ারল্যান্ডে। রাজধানী ডাবলিন থেকে ছবি পোস্ট করেছেন পিয়া। বিয়ের পরেই কিডিনির স্টোনপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন পিয়া। একটু ভাল হতেও বেরিয়ে ছিলেন হাওয়াবদলে।
Mukti Mohan : বলিউডের জনপ্রিয় মোহন সিস্টার্স, তাঁদের মধ্যেই এবার মুক্তি বসলেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে?
হানিমুন শেষে কলকাতা ফিরলেন দম্পতি। কলকাতায় ফিরেই আর সময় নষ্টের জো নেই. কাজে ফিরলেন অভিনেতা। কালকি , জিম সর্বের মতো বলি তারকাদের সঙ্গে কলকাতার একটি নামি ক্লাবে ফ্রেমবন্দি হলেন পরম। এদিকেও হানিমুন থেকে ফিরেই ‘পিঙ্ক হুডি ভাইবস’ নিচ্ছেন পিয়া চক্রবর্তী।