উইকেন্ড মানেই ছুটির মেজাজ । উইকেণ্ড মানেই ঘুরতে যাওয়া, চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া কিংবা অলস দিনযাপন । শনি-রবিবারটা একেক জন একেকরকমভাবে কাটাতে পছন্দ করেন। কিন্তু জানেন কি টলিউডের চর্চিত জুটি পরমব্রত ও পিয়া কীভাবে তাঁদের উইকেন্ড কাটান ? সোশ্যাল মিডিয়ায় যদি 'কান পেতে'রাখেন, তাহলে আপনিও জেনে যাবে তাঁদের 'গোপন কথাটি'।
পরমব্রত ও পিয়া দু'জনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শনিবারের সন্ধে যাপনের ভিডিও শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, গিটার হাতে বসেছেন পরমব্রত । গিটারের তারে সুরের সংকার তুলতেই পিয়া গান ধরলেন, 'আমি কান পেতে রই' । গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,'আমাদের শনিবারের আড্ডা এরকমই।' পরম-পিয়ার এমন সুরেলা যুগলবন্দী মুগ্ধ করেছে শ্রোতাদেরও ।
উল্লেখ্য, ২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন পিয়া চক্রবর্তী । তারও দুই বছর পর গত বছরের নভেম্বর মাসে রেজিস্ট্রি করে বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী ।