অবশেষে সব জল্পনায় জল ঢেলে চার হাত এক হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর। সইসাবুদ করেই , ২৭ নভেম্বর বিয়ে সারেন এই জুটি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হইচই শুরু হয়ে যায় নেটপাড়ায়। ২০২১ সালে অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় পিয়ার, এরপর নানা কথা রটেছে পরমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। আপাতত সব গুঞ্জনে লম্বা ইতি টানলেন নবদম্পতি।
পরমের যোধপুর পার্কের বাড়িতেই সইসাবুদ করে বিয়ে সারেন পরম পিয়া। এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা। মাত্র ২৫-৩০ জনের উপস্থিতিতে ক্লোজ ডোর বিয়ে সারেন তাঁরা। ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টির মতো পদ ছিল এই শুভদিনের মেন্যুতে।