সোমবার সকাল থেকেই হইচই। হবে নাই বা কেন? টলিপাড়ার হার্টথ্রব কাম মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন বলে কথা! পাত্রী পিয়া চক্রবর্তী। গুঞ্জন, জল্পনা তো ছিলই। এবার সেসবে জল ঢেলে সইসাবুদ করে নিলেন নব দম্পতি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।
টলিউডে বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনের কথা শোনা যাচ্ছিল। গুঞ্জন উঠেছিল, তাঁরা ইতিমধ্যে বিয়েও করে ফেলেছেন। তখন যদিও সেসব নাকচ করে দিয়েছিলেন পরম, কিন্তু শেষমেশ সেই জল্পনাই হল সত্যি। এডিটরজি বাংলার তরফে, পরম এবং পিয়াকে নতুন জীবনের একরাশ শুভেচ্ছা।