রাজনৈতিক ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে, যার চর্চা খুবই কম । এবার সেরকমই একটা ইতিহাসকে পর্দায় তুলে ধরতে বা 'পিরিয়ড রিক্রিয়েট'করতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) । পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের দেশপ্রেম স্মরণ করবেন পরিচালক । তাঁর আগামী ছবির নাম 'বারুদ ও আদালত : দ্য আলিপুর বম্ব কেস'।
আলিপুর বোমা মামলার (Alipore Bomb Case) বিষয়টির সঙ্গে মানুষ পরিচিত । ছবির বিষয়ও এটাই । ১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত এই মামলাটি চলেছিল । ছবিটি মূলত কোর্টরুম ড্রামা হলেও, এতে থ্রিলারের স্বাদ পাওয়া যাবে । অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে একসঙ্গে পাবেন দর্শকরা । কে কোন চরিত্রে অভিনয় করবেন, এখনও সেই বিষয়ে কোনও কিছুই চূড়ান্ত হয়নি । চিত্রনাট্য ও গবেষণায় সৌরভ চক্রবর্তী এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় । শুটিং হবে কলকাতা এবং পড়শি রাজ্যে । তবে, এখনও পর্যন্ত সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে ।
আরও পড়ুন, Ankita Lokhande Pregnancy : মা হচ্ছেন অঙ্কিতা লোখান্ডে ? সুখবরের ইঙ্গিত দিলেন রাখি সওয়ান্ত
আলিপুর বোমা মামলায় বেশ কয়েকজন বিপ্লবীকে গ্রেফতার করা হয়েছিল । তাঁদের মধ্যেই ছিলেন অরবিন্দ ঘোষ । অরবিন্দের হয়ে এই মামলা লড়েন দেশবন্ধু । মামলা জিতে, অরবিন্দকে মুক্ত করেন । এই সবারই একটু-আধটু জানা রয়েছে । কিন্তু, কেউ গভীর ইতিহাসটা জানেন না । অরবিন্দের মামলা কীভাবে চিত্তরঞ্জনের হাতে এসেছিল, কীভাবে মামলাটি লড়াই করেছিলেন দেশবন্ধু, অর্থাৎ সেই সময় কী কী ঘটেছিল, তার সবটা সিনেমায় তুলে ধরা হবে । অরবিন্দ ও চিত্তরঞ্জনের ব্যক্তিগত জীবনকেও হাইলাইট করা হবে । হেমচন্দ্র কানুনগোর মতো চরিত্র উঠে আসবে । ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই সিনেমা উপহার দিতে চলেছেন নির্মাতারা ।