সবেমাত্র চার হাতে এক হয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তীর (Parambrata-Piya Wedding)। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মঙ্গলবার দুপুরে হাসপাতালে ছুটতে হল পিয়াকে। কী এমন হল নববধূর?
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পিয়া। ২৮ নভেম্বর পিয়ার কিডনি স্টোনের অপারেশন হওয়ার কথা ছিল। সেই মতোই মঙ্গলবার সকালে ঢাকুরিয়ার বেসরকারি একটি হাসপাতালে পৌঁছেছেন তিনি। সেখানেই পিয়ার অস্ত্রোপচার করা হবে।
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পিয়া। সেখানেই জানা যায়, পিয়ার কিডনিতে পাথর ধরা পড়েছে। সেই কষ্ট কতটা অসহ্যকর তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকালে সেই পাথরেই ছুরির কাচি চালাতে হাসপাতালে ছুটতে হল পরম ঘরণী পিয়াকে। তবে, এখন তিনি কেমন আছেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।