শহরে সার্কাস দেখাবেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee-Lily Chakraborty) । সঙ্গী আবার লিলি চক্রবর্তী । এবার শীতে নয়, ভরা বর্ষাতেই সার্কাস দেখাতে তৈরি তাঁরা । ৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজেশ দত্ত (Rajesh Dutta) ও ইপ্সিতা রায়ের(Ipshita Roy) 'সার্কাসের ঘোড়া' (Circuser Ghora)।
সিনেমার মধ্যে দেখা যাবে গোটা একটা সার্কাসকে। ছবিতে পরাণ-লিলি ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশিস ঘোষ,সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যদের । সিনেমায় জুটিতেই দেখা যাবে গৌরব-দেবলীনাকে ।
আরও পড়ুন, Projapoti Shooting : দেব অভিনীত 'প্রজাপতি'-র শুটিং শুরু, বড়দিনেই মুক্তি পেতে পারে সিনেমা
ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকেন। স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু, সেই ছেলে থাকে দূরে । মানিকবাবুর জীবন জুড়ে শুধু শূন্যতা । আর সেই শূন্যতা পূরণেই মানিকবাবুর জীবনে আসে এক নতুন চরিত্র। তাতাই। সম্পর্ক, পরিবার ও মানসিক টানাপোড়েনের গল্প বলবে এই ছবি।