পরাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এই খবর রটতেই চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা। কিছুদিনের জন্য শ্যুটিং থেকে বিরতিও নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে ভয়ের কিছু নেই। অভিনেতা জানান তীব্র গরম তাঁকে একটু কাহিল করে দিয়েছে। এছাড়া সর্দি কাশি। ডাক্তারের পরামর্শ মতো কয়েকদিন বিশ্রামে থাকবেন তিনি।
বারুইপুর, বোলপুরের মতো জায়গায় এই তীব্র গরমে শুটিং করা অভিনেতার পক্ষে একপ্রকার অসম্ভব। সেকারণেই এই সিদ্ধান্ত। তবে তাঁর অসুস্থতা নিয়ে খবর চাউর হওয়া প্রসঙ্গে বিরক্তিই প্রকাশ করেছেন তিনি।