আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পারিয়া'। তার আগেই প্রকাশ্যে আসল 'পারিয়া'র সবচেয়ে বড় কাট আউট। এই কাট আউটের উচ্চতা ১১০ ফুট। এমন উদ্যোগ বাংলা ছবির ইতিহাসে এই প্রথম।
এই কাট আউটটি টাঙানো হয়েছে বাইপাসের ধারে মনি স্কোয়ার মলের গোটা দেওয়াল জুড়ে। সম্প্রতি কাট আউট প্রকাশ্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়-সহ এই ছবির কলাকুশলীরা।
আরও পড়ুন - বলিউডে রবি ঘোষের 'গল্প হলেও সত্যি'র রিমেক! সাহস দেখালেন কোন পরিচালক?
পারিয়া কথাটির অর্থ হল পথ কুকুর। এই পথ কুকুরদের উপর হওয়া অত্যাচারের গল্পই বলবে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবি 'পারিয়া'। এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্যরা । এই ছবিতে গান গেয়েছেন সোনু নিগম। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।