অস্ত্রোপচার শেষ হয়েছে। ভাল আছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। মঙ্গলবার প্রায় ঘন্টা খানেক ধরে অস্ত্রোপচার চলে। রাত সাড়ে আটটা নাগাদ অপারেশন শেষ হয়।
জানা গিয়েছে, পিয়া স্থিতিশীল আছেন। পুরোপুরি সুস্থ উঠতে ঠিক কতদিন লাগবে যদিও তা এখনও জানা যায়নি। এমনকি পিয়া কবে হাসপাতাল থেকে পরমব্রতর কালিকাপুরের বাড়িতে ফিরবেন তাও নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির উপর। বুধবার চিকিৎসকরা পিয়াকে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন - বিয়ের পরদিন হাসপাতালে ছুটলেন পিয়া, কী হল পরম ঘরণীর?
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পিয়া। সেখানেই জানা যায়, পিয়ার কিডনিতে পাথর ধরা পড়েছে। সেই কষ্ট কতটা অসহ্যকর তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে সেই পাথরেই ছুরির কাচি চালাতে হাসপাতালে ছুটতে হয় পরম ঘরণী পিয়াকে।