দিন কয়েক আগেই ছেলে রাজ্যের ৯ মাস পূর্তির কেক কেটেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি (Porimoni)। কিন্তু তাঁর মাতৃদিবস কাটল হাসপাতালেই। ১৪ মে মাতৃদিবস খুদে ছেলের সঙ্গে হাসপাতালেই কাটালেন অপার বাংলার এই অভিনেত্রী। ১০৩ জ্বর, গা পুড়ে যাচ্ছে। জ্বর না কমাতেই তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছেন পরী। হাতে স্যালাইনের চ্যানেল, রাজ্যের মাথায় হাত রেখেছেন তিনি। তিনি লিখেছেন, 'মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর', সঙ্গে নিজেকে মা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
Abir Chatterjee: চোখ আটকায় আবীরের গালের কাটা দাগে! জানেন তাঁর এই 'বিউটি স্পটের' নেপথ্যে আছে বড় দুর্ঘটনা!
উল্লেখ্য, এই অপার বাংলার নায়িকার সময় কাটে ছেলেকে নিয়েই। রাজ্যকে পেটে নিয়েই ধুমাধুম করে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সমাজের বেঁধে দেওয়া নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জিমাফিক চলতেই পছন্দ করেন এই ‘নতুন মা’