প্রভাত রায় । বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক । ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘সন্ধ্যাতারা’, ‘শুভদৃষ্টি’-মতো সিনেমা উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে । শুধু তাই নয়, তাঁর হাত ধরেই অনেক নতুন ছেলে-মেয়ে সিনেমায় সুযোগ পেয়েছেন । সেই তালিকায় রয়েছেন ঋতুপর্ণা, শুভশ্রীরা । কিন্তু, পরিচালকের একটাই আক্ষেপ, তাঁরা কেউই আজ তাঁর খোঁজ রাখেন না ।
এবছরই স্ত্রীকে হারিয়েছেন প্রভাত রায় । জীবনসঙ্গী চলে যাওয়ায় অনেকটাই ভেঙে পড়েছিলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক । যে ইন্ড্রাস্ট্রিতে তিনি একসময় রাজ করেছিলেন, এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর । সম্প্রতি, সেই মনখারাপের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পরিচালক । তিনি লেখেন, ‘আমি প্রায় ১৫ জন নতুন ছেলে মেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি । রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা । তার মধ্যে তিনজন আমাকে মনে রেখেছে । ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা ছাড়া বাকি সব অকৃতজ্ঞ । একটা খোঁজও নেয় না ।’
প্রভাত রায়ের অভিযোগ, তাঁর স্ত্রীয়ের মৃত্যুর পর কেউ তাঁর খোঁজ নেয়নি । এমনকী,বারবার ডাকা সত্ত্বেও প্রসেনজিৎ, জিৎ, কেউই তাঁর স্ত্রীয়ের পরলৌকিক কাজেও আসেননি । এই বিষয়ে প্রভাত রায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সবাই বৌদি বৌদি করত, কিন্তু সে মারা যাওয়ার পর কেউ খবর নিতেও আসেনি । প্রসেনজিৎ আসবে বলেছিল কিন্তু আসেনি । জিৎকে জানিয়েছিলাম সেও আসেনি । এটাই আমার খারাপ লাগা । ওঁর পারলৌকিক কাজেও কেউ আসেনি । এসেছিলেন রঞ্জিতদা, যাকে আমি বলিনি ।" তবে,পরিচালক জানিয়েছেন, তাঁর সবসময় খোঁজ নেন ঋতুপর্ণা, টোটা,আর সায়ন্তিকা ।