প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) । বহু বাংলা সিনেমায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছেন । প্রসেনজিতের মতে, "সব চরিত্র হয়তো মনে থাকে না, কিন্তু কিছু কিছু চরিত্র ছেড়ে যেতে চায় না, মনে দাগ কেটে যায় ।" সেরকমই একটি চরিত্র নির্মল মণ্ডল । প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পরবর্তী সিনেমা 'আয় খুকু আয়' সিনেমার টিজার (Aay Khuku Aay teaser) মুক্তি পেল পয়লা বৈশাখে (Bengali New Year 2022) ।
কথা মতোই শুক্রবার, নতুন বছরের প্রথম দিন ভক্তদের দারুণ উপহার দিলেন বুম্বাদা । এদিন, প্রকাশ্যে এল ‘আয় খুকু আয়’-এর প্রথম ঝলক । ছবির প্রযোজক টলি সুপারস্টার জিত । বাবা-মেয়ের সম্পর্ক ঘিরেই এগোবে এই ছবির গল্প । কেমন ছিল ছবির প্রথম ঝলক ?
আরও পড়ুন, Ranbir-Alia Dance: বিয়ের পরই 'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে রণবীর-আলিয়ার, ভাইরাল হল ভিডিও
টিজারের শুরুটাই একেবারে অভিনব । টিজারের শুরুতে নির্মল মণ্ডল নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসাবে দেখা গেল অভিনেতাকে । সেখানে এক খুদে বুম্বা অ্যাঙ্কেল'কে প্রশ্ন করে "আজ অবধি তুমি ক'টা ছবিতে অভিনয় করেছো ? সেই প্রশ্নের জবাব নেই তারকার কাছে । তখনই তিনি জানান, ‘কিছু চরিত্র ছেড়ে যেতে চায় না’। এরপরই নির্মল মণ্ডল ও বুড়ির ছোট্ট সংসারে নিয়ে গেলেন প্রসেনজিৎ । শোনালেন নির্মলের অপমানের, কষ্টের জীবনের কথা । কিন্তু, এমন জীবনের মধ্যে একটুকরো মুক্তির বাতাস তাঁর মেয়ে বুড়ি । অভাবের সংসার দুজনের । একা-বাবা কেমনভাবে বাবা-মা উভয়ের দায়িত্ব পালন করে কষ্ট করে মেয়েকে বড় করে তুলবে, সেটাই উঠে আসবে এই ছবিতে ।
ছবিতে বুড়ির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় । চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে জানেন প্রসেনজিৎ । এই চরিত্রটাও সেরকই । ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলাকে। এ ছাড়াও আছেন, সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বসু। ছবির সংগীতের দায়িত্বভার সামলেছেন রণজয় ভট্টাচার্য । ‘আয় খুকু আয়’মুক্তি পাচ্ছে ২৭ মে । বাবা-মেয়ের জীবনের গল্প শুনতে উৎসুক দর্শকরাও ।