আইনি জটিলতায় জড়ালেন অঞ্জন দত্ত (Anjan Dutt) । তাঁর বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক রাণা সরকার (Rana Sarkar) । তাঁর মামলার ভিত্তিতে অঞ্জন দত্তের 'বেলা বোসের জন্য ' সিনেমার উপর স্থগিতাদেশ জারি করল আলিপুর আদালত । রাণা ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লাখ টাকা দাবি করেছেন ।(Rana Sarkar takes Legal action against Anjan Dutt)
অঞ্জন দত্ত ঘোষণা করেছিলেন তাঁর গানের বিখ্যাত চরিত্র বেলা বোসকে (Bela Bose) নিয়ে তিনি সিনেমা করবেন । নামও ঘোষণা করা হয়েছিল । প্রযোজনা করার কথা ছিল রাণা সরকারের । অঞ্জনের সঙ্গে কথা মোটামুটি পাকা হয়ে যায়। এমনকী, ছবির জন্য অ্যাডভান্সও দিয়ে দেন। তারপর নাকি সিনেমাটি করার পরিকল্পনা বাতিল করে দেন অঞ্জন (Anjan Dutt)। যদিও এখন খবর, অন্য প্রযোজকের সঙ্গে এই ছবি বানাচ্ছেন অঞ্জন। আর তাতেই ক্ষেপে যান রাণা । এর জল গড়িয়েছে আদালত পর্যন্ত । অঞ্জন দত্ত ও তাঁর পুত্র নীল দত্তের বিরুদ্ধে রাণা মামলা করেছেন, ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন ৫৭ লক্ষ টাকা।
আরও পড়ুন, Tota Roychowdhury : ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে 'সেরা অভিনেতা'-র নমিনেশনে টোটা, শুভেচ্ছা সৃজিতের
রাণা জানিয়েছেন, এই সিনেমার জন্য তাঁর অনেক ক্ষতি হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লক্ষ টাকা দাবি করা হয় । অঞ্জন দত্তকে আইনি নোটিসও পাঠানও হয় । তবে তার কোনও উত্তর আসেনি ।এরপর তিনি আদালতে যান । শুক্রবারই আলিপুর আদালত ছবির উপর স্থগিতাদেশ দেয়। অঞ্জন দত্ত অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে এই ছবিটা আর করতে পারবে না। রাণার কথায়, ' আমার ক্ষতিপূরণের ৫৭ লক্ষ টাকা ওকে দিতে হবে। আইনি প্রক্রিয়া চলবে। যদি টাকা ফেরত না দেন, ফের মামলা করব। ’