বিতর্ক ছাপিয়ে নতুন বছরে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে দেব-মিঠুনের (Dev-Mithun) 'প্রজাপতি' (Projapoti Movie) । জানা গিয়েছে, ১ জানুয়ারি এক কোটির বেশি ব্যবসা করেছে সিনেমা । যা বাংলা বক্স অফিসের- (Box Office) পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়েছে । একদিনে এক কোটির ব্যবসা, বাংলার সিনেমায় এই প্রথম । এই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন দেব (Dev) ।
দেব ফেসবুকে 'প্রজাপতি'-র ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ১ জানুয়ারি 'প্রজাপতি' বাংলা সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ দর্শক দেখেছে । দর্শদের অন্তহীন ভালবাসা এবং সমর্থন প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ । এই সুখবরের মাঝেই আবার নতুন করে প্রজাপতি-কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । সম্প্রতি, মিঠুনের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেতা- সাংসদ দেব । ক্যাপশনে লেখা, 'এমনি এমনি'। এই ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে । অনেকে বলছেন, কুণাল ঘোষকে পাল্টা জবাব দিতেই কি এই ছবি পোস্ট দেবের ? নাকি নিছকই সিনেমায় বাবা-ছেলের এক মুহূর্ত শেয়ার করেছেন দেব ?
আরও পড়ুন, Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলার মৃত্যুর দেড় মাস পর ছোটপর্দায় ফিরছেন সব্যসাচী, স্ত্রীয়ের ভূমিকায় কে?
উল্লেখ্য, নতুন বছরে আরও একটা নতুন প্রোজেক্টের ঘোষণা করেছে দেব । এবারও সেই পুরনো জুটি অতনু রায়চৌধুরী-অভিজিৎ সেনের সঙ্গে কাজ করবেন দেব । কবে আসছে এই নতুন প্রোজেক্ট, তাও জানিয়ে দিয়েছেন । ২২ ডিসেম্বর তারিখ পাকা হয়েছে । ভাবছেন তো 'টনিক', 'প্রজাপতি'-র (Projapati) পর কোন প্রোজেক্টে কাজ করতে চলেছেন তাঁরা ? তা জানতেই অধীর অপেক্ষায় দর্শকরা ।