ফের বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারের পর এবার এই জুটিকে দেখা যাবে এক নতুন ছবিতে। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। ইতিমধ্যেই এই ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে। তবে, এই ছবির নাম এখনও ঠিক করা হয়নি।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এর আগে কিশমিশ, দিলখুশ ইত্যাদির মতো জনপ্রিয় ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন। এবার দশম অবতারের বিখ্যাত জুটি প্রবীর রায়চৌধুরী ও ইন্সপেক্টর পোদ্দারের যুগলবন্দীকে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি।
শুভ মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্তের মতো তারকারা। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। জানা যাচ্ছে, চলতি দুর্গা পুজোয় মুক্তি পাবে এই ছবি।